বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। 

বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ের হলরুমে আলোচনা ও পিঠা উৎসবে বিপুল সংখ্যক প্রবাসীরা অংশগ্রহণ করেন। হরেক রকম বাঙালি ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন ছিল মনোমুগ্ধকর। এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রিদের মহিলা নেতারা। 

অনুষ্ঠানে কমিউনিটি নেতারা ছাড়াও প্রবাসী নতুন প্রজন্মদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফিজ জহির উদ্দিন। 

অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুরাদ মজুমদারের পরিচালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও বায়তুল মুকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার। তিনি মোনাজাতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ এবং দেশের সব রাষ্ট্রীয় আইন মানা ফরজ।

পরে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএন