বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত জিয়া পরিষদের উদ্যোগে খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আমিরাতের শারজায় আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের আহ্বায়ক মুস্তফা মাহমুদ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নাছির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ, উপদেষ্টা শাহাদাত হোসেন সুমন, জাহাঙ্গীর সিআইপি, সাইফুল্লাহ চৌধুরী, জবরুল, পাপ্পু খান, মাওলানা হাবিবুল্লাহ, রবিউল হোসেন, মোহাম্মদ রাশেদ প্রমুখ।

খতমে কুরআন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন, দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক। তার মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়।

মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে জিয়া পরিষদ আমিরাত শাখার শীর্ষস্থানীয় নেতারাসহ সাধারণ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এমএন