ফ্রান্সে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর প্যারিস-১৮ এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজান সরকার।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক প্যানেল চেয়ারম্যান সাঈদ আহমদ। বিশেষ বক্তা ছিলেন কাননু রশিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আহমদ, হাজি কাওছার আহমদ, খায়রুল আমিন খছরু, জবরুল ইসলাম, জাহিনুর রহমান সুমন, আব্দুর রহমান, পারভেজ রশিদ খানসহ ফ্রান্সে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম এবং ৩০ লাখ শহীদ ও দুই লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। কোটি বাঙালির আত্মত্যাগের ফলে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
তারা আরও বলেন, জাতির বীর সন্তানদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ দুলায়েত হোসেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন– বীর মুক্তিযোদ্ধা সংসদ ফ্রান্স ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সাবেক প্যানেল চেয়ারম্যান সাঈদ আহমদ ও খায়রুল আমিন খছরু এবং সেরা ব্যবসায়ী হিসেবে কাননু রশিদসহ মোট চারজন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি চৌধুরী সালেহ আহমদ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসএসএইচ