ফ্রান্সের রাজধানী প্যারিসে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চলতি বছরের প্রথম তুষারপাত শুরু হয়, যা বুধবার সকাল থেকে শহর ও আশপাশের এলাকায় আরও তীব্র আকার ধারণ করে। এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।

ফরাসি আবহাওয়া বিভাগ জানিয়েছে, তুষারপাত ও বরফ জমার ঝুঁকির কারণে প্যারিস অঞ্চলজুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারাদিন এবং বৃহস্পতিবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী তুষার জমার আশঙ্কাও রয়েছে।

তুষারপাতের ফলে সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটেছে। বিভিন্ন এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে এবং কিছু ট্রেন ও ফ্লাইটে বিলম্ব দেখা দিয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। জরুরি সেবাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এদিকে, স্কুল ও অফিসগামীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বরফ পরিষ্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে। আবহাওয়া বিভাগ জানায়, বৃহস্পতিবারের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।

এমএসএ