দক্ষিণ আফ্রিকায় দুই সপ্তাহের লকডাউন ঘোষণা
করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে দক্ষিণ আফ্রিকায়। রোগী বেড়ে যাওয়ায় চাপ বেড়েছে দেশটির সব হাসপাতালে। এ অবস্থায় জরুরিভিত্তিতে ১৪ দিনের (দুই সপ্তাহ) লকডাউন ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা।
রোববার (২৭ জুন) স্থানীয় সময় রাত ৮টায় করোনাে পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দেওয়া নিয়মিত ভাষণে এ ঘোষণা দেন তিনি। রাষ্ট্রপতি রিসিল রামাফোসা সারাদেশে লকডাউন লেভেল তিন থেকে বাড়িয়ে চার ঘোষণা করেন। এ লকডাউন সোমবার (২৮ জুন) থেকে কার্যকর হয়।
বিজ্ঞাপন
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি রিসিল রামাফোসা বলেন, লকডাউন চলাকালে সকল ধরনের জনসমাগম বন্ধ থাকবে। রাজনৈতিক, পারিবারিক ও ধর্মীয় জনসমাগম নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র কেউ মারা গেলে দাফনের সময় পরিবারের লোকজন নিয়ে ৫০ জনের বেশি মানুষ সমাগম করা যাবে না। পরবর্তী সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে।
বিধিনিষেধের মধ্যে আরও আছে, আঞ্চলিক ও বিভাগীয় শহরগুলোয় যাতায়াত চলবে, তবে ব্যবসায়ীক ও অফিসিয়াল কাজে। সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হিসেবে গণ্য করে আইনের আওতায় আনা হবে। ব্যবসা প্রতিষ্ঠান রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টগুলোয় শুধুমাত্র বাসা বাড়িতে নিয়ে খাওয়ার জন্যে বিক্রি করা হবে। অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত চালু থাকবে। তবে অপ্রয়োজনে ঘোরাফেরা করা যাবে না। এসব নিয়ম সোমবার থেকেই কার্যকর হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ১২২ জন। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯০০ জনে।
এসকেডি