গ্রিসে দীর্ঘদিন থেকে প্রবাসী বাংলাদেশিরা বেশ সুনামের সঙ্গে কৃষিকাজ করে আসছেন। গ্রামগুলোতে অবৈধভাবে কৃষিকাজের সুবিধা থাকায় নতুনরা নিরাপদে কৃষি খামারে কাজ করতে পাচ্ছেন। এসব খামারে অলিভ, স্ট্রবেরি, আলু, পেঁয়াজ, টমেটো, মরিচ, মাল্টা, কমলা, আঙুর, আপেলসহ নানা রকমের কাজে তাদের সম্পৃক্ততা রয়েছে। 

তবে করোনা মহামারির সময়ে সবাই যখন হিমশিম খাচ্ছে ঠিক ওই সময় এথেন্স থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অলগা নামক গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে যায় তাদের আবাসস্থল। আগুনে টাকা-পয়সা, পাসপোর্ট, কাপড়, খাদ্যদ্রব্যসহ মূল্যবান সবকিছু পুড়ে যায়। এ সময় বাসার বাইরে কাজে থাকায় তাদের সবাই প্রাণে বেঁচে যায়। 

গ্রিস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান ও আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে চাল, ডাল, তৈল, দুধ, চিনি, কাপড়, জুতা, মাস্ক ইত্যাদি ক্ষতিগ্রস্তদের মাঝে বণ্টন করেন।

এ সময়ে বক্তব্য রাখেন- গ্রিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ সামাদ মাতব্বর, সিনিয়র সহ-সভাপতি শেখ আলামিন, সহ-সভাপতি আবুল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান। 

যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কিরণ মাতব্বর, আশিকুর রহমান, সায়মুল হাসান সায়েম প্রমুখ। মহানগর যুবলীগের আহ্বায়ক শাকির আহমেদ, যুগ্ম আহ্বায়ক জাভেদ মাহমুদ, পীরগোষ যুবলীগের আহ্বায়ক শামীম ওসমান, গ্রিস ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হৃদয় ও জয়নুদ্দিন জয় প্রমুখ।

ওএফ