করোনায় ইতালি প্রবাসী ৫ বাংলাদেশির মৃত্যু
করোনায় প্রাণ হারিয়েছেন তারা
ইতালি প্রবাসী ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে করোনায়। যারা মারা গেছেন তারা হলেন- শওকত হোসেন, মাহমুদুল হক মিরাজ, মো. আলম, আ. মান্নান ও রতন।
গত ২৭ ডিসেম্বর থেকে এ বছর ৭ জানুয়ারির মধ্যে তাদের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, ইতালি প্রবাসী যেসব বাংলাদেশি করোনায় মারা গেছেন তারা সকলেই বিভিন্ন সময়ে ইতালি থেকে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
করোনায় গত ২৭ ডিসেম্বর শওকত হোসেনের মৃত্যু হয় প্রথম। এরপর ৬ জানুয়ারি মৃত্যু হয় রতনের। ৭ জানুয়ারি মারা যান মিরাজ, মো. আলম এবং আ. মান্নান।
বিজ্ঞাপন
ইতালি প্রবাসী মেজবাউল ইসলাম বাবুল বলেন, করোনায় মৃত্যু হৃদয় ভারাক্রান্ত করে দিচ্ছে। ইতালি প্রবাসী বাঙালিরা করোনায় মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেছে বলে জানান তিনি।
এদিকে করোনায় মৃতদের জন্য ইতালি প্রবাসী বাংলাদেশি ও অল ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এইচকে