জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধু কর্নার চালু করেছে। আজ সোমবার বাহরাইনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, গতকাল রোববার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ রানা বিনতে আসা আল খালিফা কর্নারটির উদ্বোধন করেন।

এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম আরবিতে ভাষান্তর করা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী আন্ডার সেক্রেটারিকে উপহার দেন। 

অনুষ্ঠানে ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, ওমানের রাষ্ট্রদূত ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীসহ অনেক কূটনীতিক উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দূতাবাস। 

দূতাবাস জানায়, বঙ্গবন্ধু কর্নারে প্রচুর বই, কিছু দুলর্ভ ছবি ও বঙ্গবন্ধুর কিছু বাণী রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের পুরো ভাষণ একটি বড় ক্যানভাসে লেখা হয়েছে।

এনআই/এনএফ