ঈদুল আজহা উদযাপন করছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের নানা প্রান্তে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৫টা ১৬ মিনিটে মসজিদ ও খোলা মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। 

করোনা পরিস্থিতির কারণে ঈদের নামাজ ১৫ মিনিটের মধ্যে শেষ করতে নির্দেশনা দেয় দেশটির সরকার। কুয়েতে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদ আল কাবিরে। যেসব মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ অনুষ্ঠিত হয় ওইসব মসজিদে ঈদের নামাজের জন্য অনুমতি দেওয়া হয়। এছাড়া নারীদের জন্য ২৬১ মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয় কুয়েত সরকার।

ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিতে দেখা যায় প্রবাসী বাংলাদেশিদের। তবে পশু কোরবানির জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। এর বাইরে পশু কোরবানি দেওয়ার নিয়ম নেই। দুপুরে প্রবাসীরা একে অন্যের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেন। বিকেলে সবাই মিলে আড্ডা, সমুদ্র, পার্কসহ দর্শনীয় স্থান ঘুরে দেখেন। 

এসকেডি