মালয়েশিয়ায় কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সহায়তা দিয়েছে ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া’। প্রবাসী অধিকার পরিষদ এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে।

কুয়ালালামপুরের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ১৮ ও ১৯ জুলাই জহুর প্রদেশের শতাধিক ব্যক্তিকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এগুলো বিতরণে সার্বিক সহযোগিতা করেন জহুর প্রদেশ কমিটির সদস্যরা। আর্থিক সহায়তায় ছিলেন কার্যনির্বাহী পরিষদ, মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ।

এদিকে, মালয়েশিয়া শাখার উদ্যোগে রাজধানী কুয়ালালামপুর ও সেলাংগরের বিভিন্ন জায়গায় কর্মহীন ও খাদ্য সংকটে পড়া আরও শতাধিক প্রবাসীর মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন, সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি আমির হোসেন, তোফাজ্জল হোসেন, এইচ এম হাসান, এনামুল রুবেল, মোস্তফা জামিল, রাইসুল ইসলাম বিদ্যুৎ এবং সেলাংগর বিভাগীয় কমিটির সহ-সভাপতি শামসুল বিন কাদের।

খাদ্য সহায়তা দেওয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক শরিফ আহামেদ প্রদেশ কমিটিসহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা বলেন, যেকোনো সংকটে প্রবাসীদের পাশে থাকবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

এমএআর/