সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দূতাবাসের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূতাবাস সচিব এস এম মাজহারুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যসহ অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজিত এই অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে দূতাবাসের সদস্যরা অংশগ্রহণ করেন। একইসঙ্গে অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনরা।

আলোচনা সভায় শেখ কামালের জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির কেন্দ্রীয় কমটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, সহ-সভাপতি শওকত আকবর, যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক এবং বাংলা৫২নিউজ-এর ইউএই প্রতিনিধি মোহাম্মদ আয়ুব খান।

এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ মীর আনিসুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন। 

এমএইচএস