সম্প্রতি কোয়াজুলু নাটাল ও গাউটেং প্রদেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পরিস্থিতি বুঝতে ও মোকাবিলায় ব্যর্থ হওয়ার সংশ্লিষ্ট দফতর এবং দীর্ঘদিন ধরে কাজের অগ্রগতি না হওয়ায় স্বাস্থ্য ও অর্থ বিভাগসহ এক ডজন মন্ত্রণালয়ে মন্ত্রী ও উপমন্ত্রী পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে এক টেলিভিশন ভাষণে জাতীয় নির্বাহী পদে পরিবর্তন ঘোষণা করেন দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা।

ভাষণে রাষ্ট্রপতি সিরিল রামাফোসা মন্ত্রী পরিষদে বড় পরিবর্তনের কারণ উল্লেখ করে বলেন, করোনা ও দাঙ্গা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য, অর্থ, প্রতিরক্ষা বিভাগ তড়িৎ পদক্ষেপ নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমখিজি ও অর্থমন্ত্রী টিটো এমবোয়েনির মন্ত্রিসভা ত্যাগের ‘দীর্ঘদিনের অনুরোধ’ গৃহীত হয়েছে।

এছাড়া মানব বসতি মন্ত্রণালয়কে পানি ও স্যানিটেশন মন্ত্রণালয় থেকে আলাদা করার বিষয়টি ব্যাখ্যা করে রাষ্ট্রপতি বলেন, পানির ব্যবস্থা মানুষের বসতির উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বাস্তবতা হলো, পানি একটি বিস্তৃত সমস্যা যা শুধু মানুষের বসতিতেই নয়, কৃষি, শিল্প, খনির এবং পরিবেশ ব্যবস্থাপনার ওপরও প্রভাব ফেলে।

রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়কে রাষ্ট্রপতির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে প্রতিস্থাপন করা নিয়ে রামাফোসা বলেন, এটি নিশ্চিত করা যে দেশের অভ্যন্তরীণ এবং বিদেশি গোয়েন্দা পরিষেবাগুলো রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালন করতে সক্ষম করে।

নবনিযুক্ত মন্ত্রীরা হলেন, প্রেসিডেন্সি - মন্ডলি গুঙ্গুবলে, যোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি- খুম্বুদজো এনটশাভেনি, প্রতিরক্ষা এবং সামরিক ভেটেরান্স- থান্ডি মোডিস, অর্থ - এনোক গোডংওয়ানা, স্বাস্থ্য - জো ফাহলা, মানব উন্নয়ন - মম্মলোকো কুবয়ী, পাবলিক সার্ভিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন -  আয়ন্দা ড্লডলো, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন - স্টেলা এনডাবেনি-আব্রাহামস, পর্যটন - লিন্ডেওয়ে সিসুলু, পানি এবং স্যানিটেশন - সেনজো মচুনু। মন্ত্রী নসিভিওয়ে ম্যাপিসা-নাকাকুলাকে নতুন পদে নিয়োগ করা হবে।

নবনিযুক্ত উপমন্ত্রীরা হলেন, প্রেসিডেন্সি - পিংকি কেকানা, উপমন্ত্রী কৃষি, পল্লী উন্নয়ন ও ভূমি সংস্কার - জোলেকা কাপা, যোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি -ফিলি ম্যাপুলেন, সমবায় শাসন এবং ঐতিহ্যবাহী বিষয় - থেম্বি এনকাডিমেং, স্বাস্থ্য - ডা. সিবঙ্গিসেনি ধলোমো, খনিজ সম্পদ এবং শক্তি - ডা. নোবুহলে নকাবনে, পাবলিক সার্ভিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন- ডা. ছানা পিলানে-মাজকে, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন- মি সডুমো দলামিনি, গণপরিবহন - মিসেস সিন্ডিসিওয়ে চিকুঙ্গা, পানি ও স্যানিটেশন- ডিকেলেডি মাগাদজি এবং জিজি কোডওয়া রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্সিতে উপমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

রাষ্ট্রপতি সিরিল রামাফোসা তার ভাষণে লুটপাট, সহিংসতা ঘটনা ভবিষ্যতে যেন তড়িৎ গতিতে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া যায় সে সক্ষমতা অর্জনে বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিশেষজ্ঞ ব্যক্তি ও গবেষকদের নিয়ে প্যানেল গঠন করা হয়েছে বলে জানান।

তিনি বলেন, প্যানেল নিরাপত্তা প্রতিক্রিয়া পরীক্ষা করবে এবং পরিস্থিতি মোকাবিলা করতে প্রয়োজনে নিরাপত্তা সংস্থাগুলোর ক্ষমতা ও প্রশিক্ষণের বিষয়াদি শক্তিশালী করার বিষয়ে সুপারিশ করবে।

এসএসএইচ