দক্ষিণ আফ্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে শেখ কামালের কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, চিরতারুণ্যের প্রতীক অনন্য শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিবাহিনীর গেরিলা যুদ্ধের অন্যতম সংগঠক।

অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসএসএইচ