ইতালিতে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন
ইতালিতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোমে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন, তার জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত।
বিজ্ঞাপন
শনিবার (৭ আগস্ট) রোমের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
অনুষ্ঠিত আলোচনা পর্বে রাষ্ট্রদূত মো. শামীম আহসান শেখ কামালের জীবনীর ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, শেখ কামাল শুধুমাত্র একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। রাষ্ট্রদূত তাকে বাংলাদেশের ক্রীড়া জগতের আধুনিক ধারার স্থপতি, দক্ষ সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, আগামী দিনগুলোতে শেখ কামালের অসাধারণ অবদান অফুরন্ত প্রেরণার উৎস হিসেবে যুব সমাজকে উৎসাহ যোগাবে।
অনুষ্ঠানে ইতালি, বাংলাদেশ, যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা আলোচনায় অংশ নেন।
বিজ্ঞাপন
বক্তারা শেখ কামালের তারুণ্যদীপ্ত ও কর্মময় জীবনের বিভিন্ন অধ্যায় উল্লেখ করেন এবং তার বহুমুখী প্রতিভা ও দেশের প্রতি অবদান তুলে ধরেন। তারা শহীদ শেখ কামালের আদর্শ ধারণ করে আগামী দিনের উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে শহীদ শেখ কামালসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব এ এস এম সায়েম।
উল্লেখ্য, ইতালিতে বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। তবে মোনাজাতে সশরীরে অংশ নেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।
এনএফ