পর্তুগালের তরুণদের টিকাদানে আকৃষ্ট করতে টিকাকেন্দ্রে ডিজে শোর আয়োজন করা হয়েছে। রাজধানী লিসবনের মেট্রোপলিটন এলাকার লরেশ ও অধিভেলাসে জাতীয় স্বাস্থ্য কেন্দ্র গ্রুপের (এসিইএস) দুটি টিকাকেন্দ্রে রাত ১০টা থেকে ১টা পর্যন্ত যুবকদের ডিজে পার্টির আয়োজন করা হয়েছে। ১৬ বছরের বেশি বয়সী তরুণরা ওই সময় উপস্থিত হয়ে টিকা নিতে পারবেন।

এসিইএস-এর প্রধান নির্বাহী আন্তোনিও আলেক্সান্দ্রে স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, লিসবন মেট্রোপলিটন এলাকায় করোনার তৃতীয় ও চতুর্থ আঘাত খুবই ভয়াবহ ছিল। এ সময় টিকা কর্মসূচি দ্রুততার সঙ্গে চালাতে পারিনি। 

তিনি বলেন, আমাদের হিসেব অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার পাঁচ শতাংশ হিসেবে প্রায় পাঁচ লাখ যুবক রয়েছেন। যাদেরকে অনেকে টিকার আওতার বাইরে রয়ে গেছে। তাই যুবকদেরকে টিকা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে এমনভাবে কাজ করা হচ্ছে যাতে তারা বুঝতে পারে আমরা তাদের সঙ্গে রয়েছি।

তিনি আরও বলেন, গত জুন-জুলাই মাসে আমরা তাদেরকে টিকাদান করতে পারিনি কেননা তখন বয়স্কদের টিকাদান কার্যক্রম চলছিল। সেপ্টেম্বর থেকে তাদের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে যত দ্রুত সম্ভব যুবকদেরকে করোনা টিকার আওতায় নিয়ে আসতে চাচ্ছি।

উল্লেখ্য, সবচেয়ে জনবহুল এই স্বাস্থ্যকেন্দ্র দুটিতে আগামী শনিবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত যারা অ্যাপয়নমেন্ট নিয়েছেন তাদের টিকা দেওয়া হবে। আর রাত ১০টার পর থেকে অ্যাপয়নমেন্ট বিহীন তরুণদের করোনার টিকাদান করা হবে। তাদেরকে আকর্ষণের জন্য রাত ৮টা থেকে ডিজে শো শুরু হবে।

পর্তুগালে হালনাগাদ হিসাব অনুযায়ী, ৮ আগস্ট পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৪৯২ ডোজ টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে দেশের ৬২ শতাংশ মানুষ দুই ডোজ টিকার আওতায় চলে এসেছেন। দেশটিতে ১২ আগস্ট পর্যন্ত করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৯৫ হাজার ৯৪৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৫২৫ জন। বর্তমানে ৪৪ হাজার ৪০৭ জন আক্রান্ত অবস্থায় আছেন।

ওএফ