সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ প্রতিষ্ঠা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সিউলের বাংলাদেশ দূতাবাস এই ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে।
বিজ্ঞাপন
‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবিদা ইসলাম, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গ্রন্থাগারের মহাপরিচালক কিম মিউং হওয়ানসহ দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রদূত আবিদা ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি সম্মাননা পত্র হস্তান্তর করেন কিম মিউং হওয়ান।
উল্লেখ্য, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ স্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের কিউএস বিশ্ব র্যাংকিংয়ে এর অবস্থান ৩৬তম। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অত্যন্ত সমৃদ্ধ এই গ্রন্থাগারটিতে প্রায় ৫০ লক্ষাধিক বই, আড়াই লক্ষাধিক জার্নাল ও ম্যাগাজিন রয়েছে। ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
বিজ্ঞাপন
‘বঙ্গবন্ধু কর্নারে’ কোরিয়ান ভাষায় অনুবাদকৃত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইগুলো রয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষায় লিখিত জাতির পিতার জীবন ও রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত বেশ কিছু তথ্যসমৃদ্ধ প্রকাশনা রয়েছে, যা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, তার রাজনৈতিক দর্শন ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান সম্পর্কে জানতে উৎসাহিত করবে।
দূতাবাস গত ২৬ জুলাই দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে। এটি কোরিয়ার একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়া কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গ্রন্থাগারের জন্য বঙ্গবন্ধুর উপর প্রকাশনা প্রদান করেছে দূতাবাস।
এনআই/এইচকে