জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ব্রুনাইয়ের আয়োজনে শুক্রবার (২০ আগস্ট) রাতে ‘পনেরো আগস্ট পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ ব্রুনাইয়ের সভাপতি মোস্তফা রেজা আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। মূল আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিল স্বাধীনতাবিরোধী চক্রের অত্যন্ত সুপরিকল্পিত অভ্যুত্থান। উদ্দেশ্য ছিল রাষ্ট্রক্ষমতা দখল। এটি নিছক বিচ্ছিন্ন কিছু সেনা কর্মকর্তার তৎপরতা ছিল না। এর পেছনে ছিল দেশি-বিদেশি চক্র। বিচ্ছিন্ন কিছু সেনা কর্মকর্তার কর্মকাণ্ড হলে একনাগাড়ে একুশ বছর রাষ্ট্রক্ষমতা দখল করে রাখা সম্ভব ছিল না।
বিজ্ঞাপন
আলোচকরা পঁচাত্তর পরবর্তী সময়ের হিংসার রাজনীতি আর বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ঘটনা প্রবাহ তুলে ধরেন। পাশাপাশি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে চলা ও বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বঙ্গবন্ধুকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করার জন্য প্রবাসী বাংলাদেশি বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানান। তদন্ত কমিশন গঠন করে পনেরো আগস্টের ষড়যন্ত্রের নায়কদের বিচারের আওতায় আনার দাবিও জানান বক্তারা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডা. আব্দুল্লাহ আল মামুন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. লাভলী রহমান, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাত মিল্টন, মালয়েশিয়া বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ডা. এ টি এম এমদাদুল হক, ব্রুনাই বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান জিলাল হোসেন, ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ড. নূর রহমান খোকন ও ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বকুল, রেজাউল করিম প্রমুখ।
বিজ্ঞাপন
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ডা. এ বি এম কামরুল হাসান। সভা সঞ্চালনা করেন ইউনিভার্সিটি ব্রুনাই দারুস্সালামের সিনিয়র সহকারী অধ্যাপক ড. শফি নূর ইসলাম। সভার শুরুতে পঁচাত্তরের পনেরো আগস্টে শাহাদাৎ বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জুমের মাধ্যমে পরিচালিত এ ভার্চুয়াল আলোচনা সভায় ব্রুনাই ছাড়াও অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা অংশ নেন।
এসএসএইচ