কোরিয়াতে পুরনো ফ্রিজ কিনে কেল্লাফতে, মিলল লাখ লাখ টাকা
ফ্রিজ ও ভেতর পাওয়া কোরিয়ান ওনের বান্ডিল
পুরনো একটি ফ্রিজ কিনেছিলেন এক ব্যক্তি। আর তাতেই কেল্লাফতে। ফ্রিজ খুলতেই বেরিয়ে এলো লাখ লাখ টাকা। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার। তবে সেই অর্থ না রেখে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ওই ব্যক্তি।
জানা যায়, দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডের ওই বাসিন্দা ৬ আগস্ট অনলাইন থেকে একটি পুরনো ডিপ ফ্রিজ কিনেন। বাসায় আনার পর ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করছিলেন তিনি। সেসময় ফ্রিজের তলায় টেপ মুড়িয়ে লুকিয়ে রাখা টাকার বান্ডিল দেখতে পান। সেই টাকার পরিমাণ দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ১ কোটি ১০ লাখ ওন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা। সেখানে ছিল প্রত্যেকটি ৫০ হাজার ওনের কোরিয়ান নোট। টাকাগুলো পাওয়ার পর পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশের কাছে সব অর্থ তুলে দেন।
বিজ্ঞাপন
পুরনো ফ্রিজের ভেতর এত টাকা কীভাবে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলেছেন, ফ্রিজটি অনলাইনে যিনি বিক্রি করেছেন তাকে শনাক্ত করার কাজ চলছে। এছাড়া ফ্রিজ পরিবহন ও হস্তান্তরে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলছেন তারা।
তদন্তে যুক্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, পুরনো ফ্রিজের ভেতর অর্থ পাওয়ার ঘটনা সত্যিই বিরল। এরকম ঘটনা তিনি তার চাকরি জীবনে আর দেখেননি।
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ার লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাক্ট অনুযায়ী, ফ্রিজে পাওয়া অর্থের প্রকৃত মালিক পাওয়া না গেলেও যিনি ফ্রিজটি কিনেছেন, তিনি ওই অর্থ পাবেন। তবে এই অর্থের সঙ্গে কোনো অপরাধের ঘটনা জড়িত থাকলে তা সরকারি কোষাগারে জমা হবে।
এদিকে ব্যাংকে সুদের হার কম হওয়ায় দক্ষিণ কোরিয়ায় ফ্রিজে অর্থ রাখার প্রবণতা দেখা যাচ্ছে বলে কোরিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
এসএসএইচ