পূর্ব লন্ডনে এসেক্সের ফেয়ারলপে বার্ষিক আল-নূর ড্রাগন নৌকা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইস্ট লন্ডনে প্রতিষ্ঠিত বিনামূল্যে ইসলামী শিক্ষা প্রদানকারী চ্যারিটি সংস্থা দার আল আরকাম ড্রাগন টিম। ২১ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ইউকে মুসলমানদের আয়োজিত সবচেয়ে বড় ড্রাগন নৌকা প্রতিযোগিতা। এতে ৫৮টি চ্যারিটি সংস্থা এবং জাতীয় এনজিও অংশগ্রহণ করে। 

দার আল আরকামের সূরা এডভাইজার এবং ড্রাগন টিমের ম্যানেজার হাসান চৌধুরী বলেন, দার আল আরকাম টিম বিগত কয়েক মাস ধরে এই নৌকা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছে। আমাদের ফান্ড রাইজিং ক্যাম্পেইনকে আরও গতিশীল এবং জোরালো করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে প্রায় সাড়ে ৭ হাজার পাউন্ড এই নৌকা প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া গেছে। যা দার আল আরকামের দ্বারা পরিচালিত সম্পূর্ণ বিনামূল্যে ইসলামী শিক্ষা দেওয়ার কাজে ব্যয় করা হবে।

দলনেতা জাকির হোসেন বলেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি সাফল্য অর্জন করার জন্য, যা সবার দৃষ্টি কেড়ে নিয়েছে। 

ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম দার আল আরকামের প্রতিষ্ঠাতা এবং মেন্টর শায়খ আবু উবায়েদ বলেন, আজকে সবাই একই প্লাটফর্মে মতভেদ ভুলে ইসলামের দ্বীন প্রচার এবং প্রসারের এর জন্য এগিয়ে এসেছেন। এর থেকে খুশির আর কিছু নেই। আল্লাহ সবার এই প্রচেষ্টা, দান-সদকাকে যেন কবুল করুন। মহামারি এবং যাবতীয় বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করুন।

দার আল আরকাম ড্রাগন টিমের ১৭ জন নৌকা প্রতিযোগি ছাড়াও অতিরিক্ত আরও চারজন সদস্য অংশগ্রহণ করেন। ড্রাগন নৌকা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে মডেল এবং উপহার দেওয়া হয়।

এসএম