দূতাবাসের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

মঙ্গলবার কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাসে মীরসরাই সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। 

রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিতে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। স্থানীয় আইন-কানুন মেনে চলতে হবে। 

বক্তব্য শেষে দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদের হাতে সমিতির বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র ও সমিতির সদস্যদের তালিকা তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন সমিতির পৃষ্ঠপোষক মো. আবুল খায়ের সেলিম, মোহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি নাজিম উদ্দিন, মোহাম্মদ রবিউল হোসেন লিটন, মোহাম্মদ কিবরিয়া মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা প্রমুখ। 
 
আরএইচ