ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। 

সোমবার ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ১২টা ১ মিনিটে স্থানীয় একটি রেষ্টুরেন্টে ইতালি আওয়ামী নেতা ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এম রব মিন্টুর উদ্যোগে কেক কেটে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জম্মদিন উদযাপন করা হয়। 

পরে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আহ্সান পিপুর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রবাীন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু। এতে বক্তব্য রাখেন- জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাড. আনিচুজ্জামান আনিস, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি স্বপন হাওলাদার, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াস প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগ নেতা মাসুদ সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মাহাবুব চৌধুরী বাবু, নাসির খান, যুবলীগ ইতালি শাখার শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক রাজিব খান, রোম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন চৌধুরী, রোম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রাজিব রহমান, আওয়ামী লীগ নেতা ইলয়াস মল্লিক, খোকা হাওলাদারসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা ও আয়েবা যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঠিক যেন পিতারই প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তার মেধা-মনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রজ্ঞা, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামানা করা হয়। দোয়া পরিচালনা করেন রোম মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।

এনএফ