জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে মাগরিবের নামাজের পর এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপস্থিত নেতৃবৃন্দ পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে কেক কেটে তার জন্মদিন পালন করেন।

যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খানের সঞ্চালনায় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও অগ্রগতির জন্য দোয়া করা হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তাছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন।

এছাড়াও ম্যানচেষ্টার, বার্মিংহামের আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। 

এইচকে