জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৮ অক্টোবর) সকালে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আতিকুজ্জামানের নেতৃত্বে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। 

এরপর রাষ্ট্রদূতের ব্যক্তিগত সহকারী জিহোন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।  

আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে হয়ত বাবা ও বড় বোনের মতো দেশের নেতৃত্ব দিতেন, বাংলাদেশকে নিয়ে যেতেন অনন্য উচ্চতায়।

অনুষ্ঠানে শহীদ শেখ রাসেলের জীবনের উপর নির্মিত একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

এসকেডি