যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটি নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর প্রার্থী আবু আহমেদ মুসা। তাকে তৃতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত করতে ডেট্রয়েট-হ্যামট্রামিক সিটিতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী ৪২০ পরিবার ঐক্যবদ্ধ প্রচারণায় নেমেছেন। ঘরে ঘরে গিয়ে কাউন্সিলর প্রার্থী মুসার পক্ষে ভোট চাইছেন তারা। ভোটাররাও হাসিমুখে বরণ করছেন তাদের।

রোববার (১৯ অক্টোবর) রাতে হ্যামট্রামিক সিটির কাবাব হাউজে ডেট্রয়েট-হ্যামট্রামিক বাংলাদেশি ভোটার অরগানাইজেশন মুসার পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে কাউন্সিলর প্রার্থী আবু আহমেদ মুসা বলেন, কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি। অতীতে মেরোয়ানা আইনের বিরোধিতা করেছি। ভবিষ্যতেও যদি সিটি হলের সভায় অনৈতিক আইন উপস্থাপন হয় এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেব।

তিনি বলেন, হ্যামট্রামিক সিটি হলে অফিসিয়ালি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। প্রথমবার কাউন্সিলম্যান নির্বাচিত হওয়ার পর এটি করেছি।

দুইবারের কাউন্সিলর মুসা বলেন, এবার নির্বাচিত হতে পারলে বাংলা টাউনের জসকম্বো ও কণান্টে দুটি অফিস স্থাপন করব। এ অফিস থেকে সাধারণ মানুষকে সহজে সিটির সার্ভিসসহ সু-পরামর্শ সেবা দেওয়া হবে। বড় বড় সিদ্ধান্তের ব্যাপারে আগে কমিউনিটির সঙ্গে মিটিং করবেন। এরপর সিটি হলের সভায় উপস্থাপন করার প্রতিশ্রুতিবদ্ধ হন তিনি। 

মুসা বলেন, হ্যামট্রামিক সিটি আমাকে অনেক দিয়েছে। এবার আমার দেওয়ার পালা। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও হ্যামট্রামিকবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশি এ প্রার্থী।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আবেগ দিয়ে ভোট দেবেন না। যে যোগ্য, যে অভিজ্ঞ, যে কথা রাখে তাকে নির্বাচিত করুন। অধিকার প্রতিষ্ঠায় স্বদেশী ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রার্থী মুসার ক্যাম্পেইন ম্যানেজার হ্যামট্রামিক সিটির বিশিষ্ট ব্যবসায়ী শাকের উদ্দিন সাদেক বলেন, হ্যামট্রামিকে বাংলাদেশি জনগোষ্ঠীর বসবাস। সিটি হলে স্বদেশী প্রতিনিধি থাকা দরকার। আবু আহমেদ মুসা কোনো বসন্তের কোকিল নন। মেঘ হোক, বৃষ্টি হোক তিনি সবার আগে আছেন। সেটা গত ১২ বছরে প্রমাণিত। তাকে নির্বাচিত করতে হ্যামট্রামিক-ডেট্রয়েটের ৪২০ পারিবার জোরেশোরে প্রচারণায় নেমেছে। স্বদেশী প্রার্থী মুসাকে ভোট দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডেট্রয়েট-হ্যামট্রামিক ভোটার অরগানাইজেশনের সভাপতি মাহতাবুর রহমান, সদস্য জিলাল উদ্দিন, শামসুল ইসলাম, আব্দুল মতিন, আসলাম উদ্দিন, আব্দুস সবুর লাল মিয়া উপস্থিত ছিলেন।

আগামী ২ নভেম্বর হ্যামট্রামিক সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আবু আহমেদ মুসা ও আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীসহ কাউন্সিলর পদে ছয় জন প্রার্থী লড়ছেন। সিটির নিয়ম অনুযায়ী তিন জন নির্বাচিত হবেন। এ সিটিতে ১৫ হাজার ভোটারের মধ্যে ৩ হাজার বাংলাদেশি ভোটার রয়েছেন।

এসএসএইচ