যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ফুড ডেলিভারি করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি সালাহ উদ্দিন বাবলুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) নিউইয়র্ক নগরীর ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারে মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রবাসী বাংলাদেশিদের ঢল নামে।

জানাজায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক ও বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র কার্যকরী কমিটি ও সদস্যরা ছাড়াও নিউইয়র্কে বসবাসরত অন্যান্য জেলা, উপজেলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার জন্য নিউইয়র্ক সিটি প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়া এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য নগরীর জনগণের নিরাপত্তা জোরদারে বিভিন্ন স্পটে পুলিশ প্রহরা বাড়ানোর দাবি জানানো হয়।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। মরদেহ দেশে পৌঁছানোর পর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

নিহত বাবলুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নের হাটগাঁও। চার বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন তিনি।

শুক্রবার (১৫ অক্টোবর) মধ্যরাতে নিউইয়র্ক নগরীর ব্যস্ততম এলাকা ম্যানহাটন ডাউনটাউনের ক্রিস্টি ও হেস্টার স্ট্রিটের কর্নারে অবস্থিত রুজভেল্ট পার্কের কাছে ফুড ডেলিভারি দেওয়ার সময় বাবলুকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মাথায় ও পেটে মারাত্মক জখম নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।

সম্প্রতি নিউইয়র্ক পুলিশ এ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ প্রকাশ করে, যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে প্রচারিত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। নিউইয়র্ক নগরীর ম্যানহাটন ডাউনটাউনে অবস্থিত ৫নং পুলিশ প্রিসিঙ্কটে একটি হত্যা মামলা করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এসএসএইচ