ইতালির রোমে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবর্ষিকী ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে। 
 
সোমবার (১৮ অক্টোবর) রোমের বাংলাদেশ দূতাবাসে দিবসটি পালন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জুম প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিল, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শেখ রাসেল স্মরণে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, বিশেষ দোয়া, মোনাজাত ইত্যাদি।

ইতালি, মন্টিনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট রাতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রদূত বলেন, শেখ রাসেল বাংলাদেশের শিশুদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবেন। ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ যথার্থই দিবসটির চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর এ এস এম সায়েম। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। 

আরএইচ