বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড স্কলারসের উদ্যোগে সোমবার (২৫ অক্টোবর) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের মেমোরিয়াল সার্কেলের পাদদেশে এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়টির বর্তমান ও সাবেক বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে সাম্প্রদায়িক সহিংসতাবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন সংগঠনের সদস্যরা। প্ল্যাকার্ডের বিভিন্ন লেখায় সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের দ্রুত শাস্তির আওতায় আনা ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়।

আধা ঘণ্টা-ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসএসএইচ