মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুয়েতে কবিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েতে বাংলাদেশ দূতাবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলাদেশ সাহিত্য অঙ্গন আয়োজিত কবিতা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রবাসী সাহিত্য-সংস্কৃতি প্রেমীরা অংশ নেন। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণ ছিল বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর।

মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এ কে আজাদ নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের  রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান। দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও সাহিত্য-সংস্কৃতিপ্রেমী প্রবাসী ও বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসা প্রবাসীদের ভাষ্য, বিদেশের মাটিতে কর্মব্যস্ততার মাঝে, বিভিন্ন পারিপার্শ্বিক সীমাবদ্ধতার পরও এমন একটি আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এ ধরনের আরও অনুষ্ঠান হলে প্রবাসে বাংলাদেশি ছেলে-মেয়েরা নিজ দেশের সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে ধারণা পাবে।

আরএইচ