ইতালির পালেরমোতে জেলহত্যা দিবস পালন করা হয়েছে। ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে পালেরমো আওয়ামী লীগের উদ্যোগে গত রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকান্দর মিয়া। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন পালেরমো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এ সময় বক্তব্য রাখেন- পালেরমো আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদ আহমেদ রুবেল, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক সদস্য মিহির মজুমদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উজ্জল আহমেদ, নির্বাহী সদস্য সুহেল আহমদ, আরমান খান, আশরাফ জানু, যুবলীগ সভাপতি এম এ হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কয়েস আলী, যুবনেতা দবীর চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন পালেরমো আওয়ামী লীগের উপদেষ্টা বোরহান উদ্দিন, সহ সভাপতি আমির হুসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সদস্য ফয়সল আহমদ, এজাজুল হক, হারুন রসিদ, মিলন হুসেইন, আফর উদ্দিন, বাসুনন্দী, মিন্টু, যুবলীগ সিনিয়র সহ সভাপতি মাজহারুল হক, রাজু, সহসভাপতি আমিনুর রহমান আতিক, সদস্য মাসুদ করিম, শিপন আহমেদ, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম বাবু, আশরাফ উদ্দিন, ছাত্রনেতা বদরুল ইসলাম, মনির হোসেন, আব্দুল ওহাব প্রমুখ। 

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারবর্গ ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ওএফ