দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার চার শিশু-কিশোরকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে ওই শিশুদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এর আগে গত ১৮ অক্টোবর স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হয় ওই চার শিশু-কিশোর। 

উদ্ধার হওয়া শিশু-কিশোররা হলো : জিদান (৬) জায়াদ (১১) আলান (১৩) ও জিয়া (১৫)। তারা ব্যবসায়ী নাজিম ও শাকিরা দম্পতির ছেলে।  

নাজিম-শাকিরার ব্যক্তিগত গাড়িচালকের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছিল, গত ১৮ অক্টোবর তাজানিন বাইপাসে নামে এলাকায় স্কুলগামী ওই চার শিশু-কিশোরকে বহনকারী গাড়িটির পথরোধ করে দুটি গাড়ি। গাড়ি দুটিতে সাতজন দুর্বৃত্ত ছিল। গাড়ি থেকে নেমে গুলি চালিয়ে তারা ওই চার শিশু-কিশোরকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে চরম আলোচনা তৈরি হয়। 

এদিকে অপহরণকারীরা ওই চার শিশু-কিশোরের পরিবারের কাছে মুক্তিপণ চেয়েছিল কি না সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 

এসকেডি