সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাউজানের মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ফরহাদের মরদেহ দেশে আসছে আজ। শনিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরহাদের মরদেহ বহনকারী এয়ার এরাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ দিন এশার নামাজের পর গহিরা দলইনগর দৌলত দিঘীর শাহী জামে মসজিদ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী মুহাম্মদ নুর উদ্দীন মিজান।

ডিসেম্বরে দুবাই থেকে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা ফরহাদের। ছেলেকে নিয়ে নানা স্বপ্ন ছিল বাবা-মায়ের। সেই স্বপ্ন শোকে পরিণত হলো। লাশ হয়ে দেশে ফিরছেন ফরহাদ।

গত ৪ নভেম্বর দুবাইয়ের ড্রাগন মার্ট-১ এর সামনের রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়ে মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন ফরহাদ (২৮) মৃত্যুবরণ করেন। নিহত ফরহাদ চট্টগ্রামের রাউজানের ৪নং গহিরা ইউনিয়নের দৌলত কাজী বাড়ির মুহাম্মদ কামাল উদ্দীনের ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।

ফরহাদ ২০১১ সালে দুবাইয়ের আল-আবিরে এসেছিলেন। ইন্টারন্যাশনাল সিটির ইতালি ইউ ইলেভেন বিল্ডিংয়ে থাকতেন তিনি। গত মাস পর্যন্ত চায়না মার্কেটে চাকরিতে ছিলেন। সর্বশেষ ড্রাগন মার্টের সম্রাট ফুডস্টাফ ট্রেডিংয়ে কর্মরত ছিলেন তিনি।

এসএসএইচ