উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সর্ববৃহৎ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৫তম সম্মেলন আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ। 

২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনে যুক্ত হচ্ছে নানা সেগমেন্ট। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এতে সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে বীরগাঁথার আয়োজন করা হয়েছে, যা ২৬ নভেম্বর পরিবেশিত হবে। শফিকুল ইসলামের গ্রন্থনা-পরিকল্পনায় ও দিলশাদ চৌধুরী ছুটির সমন্বয়ে ‘বাই’ এটি পরিবেশন করবে। 

ফোবানার ৩৫তম আসরের অন্যতম আকর্ষণ ইন্টারফেইথ সেশন। ২৮ নভেম্বর দুপুর ২টায় এটি অনুষ্ঠিত হবে। এতে মডারেটর হিসেবে থাকবেন সুখেন জোসেফ গোমেজ। সভাপতিত্ব করবেন মোহাম্মদ শহিদুল্লাহ। এ সেশনে ৯ জন ভিন্নধর্মের স্কলার-রিলিজিয়াস প্রফেসর অংশ নেবেন। 
 
এবারের ফোবানা কনভেনশনে প্রধান অতিথি হিসাবে থাকছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোজাম্মেল হক। সম্মেলনকে সামনে রেখে আয়োজক কমিটির কনভেনর জি আই রাসেল, মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমেদ ও ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ঢাকা, মায়ামি, আটলান্টা, ডালাস ও নিউইয়র্কে জনসংযোগ করছেন। 

এবারের সম্মেলনে অনেক বাংলাদেশি অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে। সাবিনা ইয়াসমিন, জেমস, রবি চৌধুরী, সফি মন্ডল, তাহসান, পারভেজ, লুইপাসহ অন্তত ৫০ জন তারকা থাকছেন ফোবানার তিনদিনের কনভেনশনে। 

ফোবানা সম্মেলনকে সামনে রেখে ফ্যাশন শোসহ নানা ইভেন্টের কাজ চলছে, অনেক কাজ এগিয়ে গেছে। সাউন্ড, মিউজিক, ম্যাগাজিন ও স্পন্সরশিপের কাজ শেষ ধাপে। এবারই প্রথম স্ব-প্রণোদিত হয়ে প্রবাসীরা ফোবানাকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করছেন। সম্মেলনের মূল পর্দা উঠতে যাচ্ছে ২৬ নভেম্বর মেরিল্যান্ডের গেলর্ড পাম রিসোর্টে। 

আরএইচ