গাউছুল আজম কমপ্লেক্সে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল আজ
চট্টগ্রামের বায়েজিদে হযরত শায়খ ছৈয়্যদ আব্দুল কাদের জিলানী (রা.)-এর ওফাত বার্ষিকী এবং হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)-এর স্মরণে ৬৮তম ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হবে আজ (১৬ নভেম্বর)।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে বেলা মঙ্গলবার দুপুর ১টায় শুরু হয়ে এই মাহফিল চলবে সারারাত।
বিজ্ঞাপন
এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর পবিত্র খতমে কোরআনে করিম, পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম শীর্ষক সেমিনার। বাদে আছর তরিক্বতের বিশেষ নিয়মে ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ, খতমে ইউনুচ ও দরূদে সাইফুল্লাহ।
বাদে মাগরিব মোরাকাবা মাহফিল, পবিত্র নাতে মোস্তফা (দ.) ও জিরে গাউছুল আজম মোর্শেদী। বাদে এশা মোর্শেদে আজম মাদ্দাজিলুহুল আলী ছাহেবের তকরির, মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাত এবং খাবার বিতরণ।
বিজ্ঞাপন
এতে ধর্মপরায়ণ মুসলিমদের উপস্থিত হওয়ার জন্য মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এমএইচএস