বাংলাদেশ-কানাডার মধ্যে ডাবল ও যৌথ ডিগ্রি চালুর উদ্যোগ
কানাডার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কানাডায় নবনিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার ড. খলিলুর রহমান। তিনি কানাডার বিভিন্ন প্রদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
ড. খলিলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এ ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অব্যাহত রেখেছি। এ ব্যাপারে এখানকার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে যাচ্ছি। একই সঙ্গে দেশের সঙ্গেও যোগাযোগ রাখছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যাতে কানাডায় বেশি করে আসার সুযোগ পায় তার জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ও কানাডার ইউনিভার্সিটিতে ডাবল ডিগ্রি ও যৌথ ডিগ্রি চালুর চেষ্টা চলছে। বাংলাদেশের ইউনিভার্সিটিতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শেষ দুই সেমিস্টার কানাডার ইউনিভার্সিটিতে যাতে পড়ার সুযোগ পাওয়া যায় সে লক্ষ্যে কাজ করছি। পড়াশুনা শেষে যেন তারা কানাডার ওয়ার্ক পারমিট পায় তার জন্যে কাজ চলছে। এর মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগের পাশাপাশি কানাডার নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা বাড়বে। সর্বোপরি কানাডাতে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, যখন এই ডাবল ডিগ্রি ও যৌথ ডিগ্রির বিষয়ে সমঝোতা হবে তখন কানাডিয়ান স্ট্যান্ডার্ডে আমাদের ইউনিভার্সিটিগুলোতে প্রথম দুই থেকে তিন বছর বাংলাদেশে পড়ানো হবে। এতে করে দেশীয় ইউনিভার্সিটিগুলোর শিক্ষার মানও বাড়বে।
বিজ্ঞাপন
কানাডায় বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমেই তিনি কানাডিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চলেছেন।
ওএফ