সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাগত জানিয়েছেন গবেষণাপ্রতিষ্ঠান ইসিএসএসআর-এর মহাব্যবস্থাপক ডক্টর সুলতান মোহাম্মদ নোয়াইমী। 

এ সময় তিনি বলেন, বাংলাদেশ এবং আরব আমিরাতের সম্পর্ক ঐতিহাসিক এবং অনেক প্রাচীন। এই সম্পর্কের সূচনা করেছিলেন শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ান। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ এ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যান। 

নোয়াইমী বলেন, বাংলাদেশ এবং আরব আমিরাত তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এমন একটি স্তরে নিয়ে গেছে, যেটি দুই দেশের সম্পর্কের প্রচেষ্টা ও উভয় দেশের জনগণের যৌথ স্বার্থ রক্ষার ক্ষেত্রে একটি অনুসরণীয় আদর্শ। 

তিনি আরও বলেন, আইসিএসএসআর সারা পৃথিবীর গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আইসিএসএসআর সম্পর্ক সৃষ্টি করতে আগ্রহী।

এইচকে