সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত ‘দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের’ নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।

গত সোমবার (২৩ নভেম্বর) পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক হলে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ট্রাস্টিরা কমিউনিটি নেতারা, ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারসহ কাউন্সিলররা বক্তব্য রাখেন।

সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম তানবীর আহমদ এবং সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ আলম যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি সোবহান আলী বারী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার এন্ড লাইম হাউস আসনের এমপি আফসানা বেগম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আয়াস মিয়া, কাউন্সিলর ব্যারিস্টার নজির আহমদ, আব্দুল আলী, কাউন্সিলর ফারুক মাহফুজ, কাউন্সিলর শাহ সোহেল আমিন, ফারুক আহমদ, সাংবাদিক তাইছির মাহমুদ, সাংবাদিক রহমত আলী, সৈয়দ জহুরুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ কয়ছর আহমদ, আব্দুল হামিদ চৌধুরী, আমির উদ্দিন মাস্টার, অ্যাকাউন্টেন্ট মাহবুব মোর্শেদ, কমিউনিটি নেতা ছানা মিয়া, রফিক উল্লাহ, বিশ্বনাথ অ্যাডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সিরাজুল ইসলাম জোয়ারদার, বর্তমান সেক্রেটারি মিছবাহ উদ্দীন, ট্রেজারার আজম খান প্রমুখ।  

নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেন প্রধান সিলেকশন কমিশনার মোহাম্মদ আফছর ছুটু মিয়া। নতুন কমিটির সদস্যরা হলেন, চেয়ারম্যান সোবহান আলী (বারী), জেনারেল সেক্রেটারি এম তানবীর আহমদ, ট্রেজারার সেলিম আহমদ, ভাইস চেয়ারম্যান আনর মিয়া (শাহজাহান), অ্যাসিস্টেন্ট সেক্রেটারি তোফায়েল আহমদ আলম, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার নুরুল ইসলাম (তুরন), এক্সিকিউটিভ মেম্বার্স আব্দুল তাহিদ, আব্দুস শহিদ (হারুন), ফারুক মিয়া, কামাল আহমদ, এমদাদুল হক সিকদার, মুহিত মিয়া (সুফিয়ান) এবং আব্দুল কাইয়ুম ।

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান সাজিদ আলী মেনন, ফয়জুর রহমান, অ্যাডভোকেট নেছাওর আলী, হক মুকিত মাস্টার, সাইদুল ইসলাম নানু, সাবেক সেক্রেটারি আখলাকুর রহমান, মনির আলী, অ্যাকাউন্টেন্ট সিরাজুল ইসলাম, মনির উদ্দীন মাস্টার, নেসার আলী লিলু, মানিক মিয়া, আনসার উদ্দিন, হিরণ মিয়া, সুফী মিয়া, হক হান্নান, হামদু মিয়া, আব্দুল হক হাবিব, ফারুক মিয়া, নজরুল ইসলাম, আব্দুল আহাদ লিলু, জিয়াউল হক লিলু, আব্দুল হক, শামসুর রহমান (সাচ্চু মিয়া), মাহফুজুর রহমান রিপন, হরুফ মিয়া। উপদেষ্টা মন্ডলীর সদস্য মৌলানা নজির উদ্দিন, কয়ছর আলী (আনোয়ার) ।

এছাড়া অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর আজিজুর রহমান খান, কমিউনিটি ব্যক্তিত্ব লাকি মিয়া, আব্দুর রহিম রঞ্জু, মোদাব্বির হোসেন মধু, আমির উদ্দিন, মুকিত মিয়া, আরশ আলী, নেওয়ার আলী, এ কাইয়ুম হক, মইনুল হোসেন, খলিল রহমান, খলিল মিয়া, সামসুল ইসলাম, ফকরুল ইসলাম, সামসুল আরিফিন ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ট্রাস্টিসহ আরও তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

সংগঠনটি ইউনিয়নের শিক্ষার উন্নয়নে কাজ করার পাশাপাশি এলাকার দারিদ্র বিমোচনে অবদান রেখে আসছে।

আইএসএইচ