কানাডায় নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সামী উজ্জামান
কানাডার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের একটি নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থী সামী উজ্জামানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ জানুয়ারি) ‘রেড রিভার’ নামক নদী থেকে তার মরদেহ উদ্ধার করে উইনিপেগ সিটি পুলিশ।
জানা গেছে, সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার সায়েন্সের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এর পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন। তিনি রেড রিভার নদীর কাছেই একটি অ্যাপার্টমেন্টে কয়েকজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে ভাড়া থাকতেন।
বিজ্ঞাপন
উইনিপেগ সিটি পুলিশ জানিয়েছে, গত ৯ জানুয়ারি থেকে সামি নিখোঁজ ছিলেন। বন্ধুরা বেশ কয়েকদিন তার খোঁজ না পেয়ে ২০ জানুয়ারি বিষয়টি পুলিশকে জানায়। এর সাতদিন পর রেড রিভার থেকে তার মরদেহ উদ্ধার করল পুলিশ। মরদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
তবে এখন পর্যন্ত উইনিপেগ পুলিশ সামির মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেনি। পুলিশের ধারণা এটি একটি অপমৃত্যু।
বিজ্ঞাপন
নিহত শিক্ষার্থী সামি উজ জামান বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আসাদুল ইসলামের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট।
এমএইচএস