দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইল কমিউনিটি অব প্রিটোরিয়া নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত নয়টায় অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিকভাবে তিনশ সদস্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে।

এসময় আমিনুর রহমান কাজলকে উপদেষ্টা এবং কালিহাতী উপজেলার লুৎফর রহমানকে সভাপতি, মনির আহমেদ সাধারণ সম্পাদক, মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক এবং দফতর সম্পাদক হিসেবে মোশারফ শিকদারকে দায়িত্ব দিয়ে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

সংগঠন উদ্যোক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে প্রবাসীরা অপহরণ, ডাকাতি, চুরি, স্থানীয় সমস্যা ছাড়াও নিজ দেশের ব্যক্তি সংগঠনের মাধ্যমেও বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যাচ্ছেন। সামনের দিনগুলোতে যেকোনো সমস্যায় যেন নিজেরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা যায় সে উদ্দেশ্যে এ সংগঠন গড়া হয়েছে। এছাড়াও প্রিটোরিয়ার আশেপাশে বসবাস করা টাঙ্গাইল জেলার প্রবাসীরা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে এই সংগঠন করা হয়েছে।

ওয়াজেদ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়ে ডিনারের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা আমিনুর রহমান কাজল।

জেডএস