কানাডায় অন্টারিও আওয়ামী লীগের আলোচনা সভা
মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামী লীগ, কানাডা।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত কবি আসাদ চৌধুরী, শিক্ষাবিদ ড. মোজাম্মেল খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল আউয়াল।
বিজ্ঞাপন
অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব। সঙ্গীত পরিবেশ করেন সাংস্কৃতিক সম্পাদক ফারহানা শান্তা ও মৈত্রেয়ী দেবী।
বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পক্ষে কানাডা থেকে এক হয়ে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
এইচকে