শারজায় আল-আশিকা রেস্টুরেন্ট উদ্বোধন
সংযুক্ত আরব আমিরাতে রেস্টুরেন্ট ব্যবসায় আধিপত্য বিস্তার করছে বাংলাদেশি ব্যবসায়ীরা। একসময় লন্ডনে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে৷ এবার আমিরাতেও এ অবস্থান তৈরি করতে যাচ্ছেন প্রবাসীরা৷ ভালো মানের খাবার ও দক্ষ কারিগর দিয়ে পরিচালিত রেস্টুরেন্টগুলো সম্মান কুড়াচ্ছে।
শনিবার (১ জানুয়ারি) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের পাশে ইয়াসমিন বিল্ডিংয়ের বিপরীতে আল আশিকা রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রওশন আরা মিলির পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল আরিফ ও মো. জয়নাল আবেদীন। আরও বক্তব্য রাখেন ইসমাইল গণি চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, জাফর চৌধুরী, দিদারুল আলমসহ অনেকেই।
এসময় মাত্রাতিরিক্ত বিমান ভাড়ায় নাজেহাল প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়। বিমানবন্দরে প্রবাসীদের বিদেশগমন আরও সহজ করারও দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
রেস্টুরেন্টের স্বত্বাধিকারীরা জানান, রেস্টুরেন্টের ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যকর পরিবেশে দেশীয় খাবারের স্বাদ গ্রহণের জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানান তারা।
এসএসএইচ