সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান কোয়ালিটি হার্ডওয়ার। গত সপ্তাহে (৩১ ডিসেম্বর) আবুধাবির শিল্পনগরী মুসাফফা সানাইয়া ১০ নাম্বারে ফিতা কেটে ব্যবসায়ী মোহাম্মদ আমিন বাট ও হামিদ আমিন বাট প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কোয়ালিটি হার্ডওয়্যারের কর্ণধার মোহাম্মদ রাশেদ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, বর্তমান সারা বিশ্বের যে পরিস্থিতি তা কাটিয়ে উঠতে সময় লাগবে। প্রবাসীদের বাড়তি বিমান ভাড়া নিয়ে সিন্ডিকেট বন্ধে সরকারের কাছে দাবি জানান তারা।

এছাড়াও তারা বাংলাদেশের বিমানবন্দরে হয়রানি বন্ধ করাসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তি দাবি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ইকবাল, আব্দুল হাকিম, টিপু সুলতান, এস.এম জাবের, মিঠু, আমির হামজা, ওসমান, রিয়াদ, সাবের, রাকিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএইচএস