মানব সম্পদ ব্যবস্থাপনায় কাজ করছে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন
মানবসম্পদ ব্যবস্থাপনায় জোর-জবরদস্তি শ্রম ও মানবপাচারে আরোপিত অভিযোগ থেকে উত্তরণে মানব সম্পদ ব্যবস্থাপনায় কাজ করছে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন।
আন্তর্জাতিক মান অর্জন করতে দেশীয় ও বিদেশি কর্মীর মানসম্পন্ন কাজ, বেতন, বাসস্থান, সেবা, এবং অভিবাসন ব্যয় নিয়ে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন কাজ করছে বলে ৩ জানুয়ারি রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩ জানুয়ারি) থেকে আমেরিকান কোম্পানি ডাইসনের সরবরাহকারী এটিএয়ের কর্মীদের স্ট্যান্ডার্ড শ্রম এবং আবাসনের পরিবেশ, সামাজিক চর্চায় (ইএসজি) উন্নতির জন্য জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জি টু জি প্লাসের সময় সংঘটিত অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বিষয়টি এ ক্ষেত্রে কাজ করেছে যা মালয়েশিয়াকে বিপদেই ফেলেছে। এ থেকে উত্তরণের জন্য মালয়েশিয়া সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
এদিকে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দেশটি। এখন জল্পনা কল্পনা চলছে যে জি টু জি প্লাসের ডিসপিউটেড ঘটনার পুনরাবৃত্তি হবে কি না, যদি হয় তাহলে মালয়েশিয়া আন্তর্জাতিক বাজার আরও হুমকিতে পড়বে বলে আশঙ্কা রয়েছে উৎপাদনকারীদের।
আইএসএইচ