হলিউড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘দ্যা আনসারটেনিটি’
হলিউড ইন্টারন্যাশনাল ডাইভার্সিটি ফিল্ম ফেস্টিভ্যালের সেমি-ফাইনালিস্টের ফিচার স্ক্রিনপ্লে ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের ‘দ্যা আনসারটেনিটি’।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেছে ফেস্টিভ্যাল কমিটি। আগামী ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি আমেরিকার লস এঞ্জেলসে ফাইনাল আসরটি হওয়ার কথা রয়েছে। করোনার কারণে আসরটি ভার্চুয়ালি করার ঘোষণা দিয়েছে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এ বিষয়ে পরিচালক জাফর ফিরোজ বলেন- সত্য গল্প অবলম্বনে চিত্রনাট্যটি লেখা হয়েছে। ১৯৭০-এর ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভয়াল ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। একটি সুন্দর সাজানো সংসার প্রাকৃতিক দুর্যোগের কারণে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমি এই গল্পে তা তুলে আনার চেষ্টা করেছি।
চিত্রনাট্যটি চলতি বছর বার্লিন ইন্টারন্যাশনাল আর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার স্ক্রিনপ্লে পুরস্কার পায়। জাফর ফিরোজ এখন চলচ্চিত্র বিষয়ে মালয়েশিয়ায় পিএইচডি করছেন।
বিজ্ঞাপন
জেডএস