ইউক্রেনে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট স্থগিত
দুবাই থেকে ইউক্রেনে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে। এয়ারলাইন্সটির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই মুখপাত্র বলেছেন, এয়ারলাইন্সটি আজ ২৪ ফেব্রুয়ারি থেকে দুবাই-ইউক্রেনের মধ্যে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন রিফান্ডের বিষয়ে তাদের সঙ্গে শিগগিরই যোগাযোগ করা হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ইউক্রেনের এয়ার ট্রাফিক সার্ভিস এন্টারপ্রাইজ বেসামরিক ফ্লাইটের ক্ষেত্রে তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। এরপরই ফ্লাই দুবাইয়ের পক্ষ থেকে ফ্লাইট স্থগিতের ঘোষণা আসে।
ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ইউক্রেনের অনেক অবকাঠামো এবং সীমান্তরক্ষীদের ওপর মিসাইল হামলা চালিয়েছে রুশ সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
জেডএস