শনিবার বিদায় বলবেন রাজ্জাক-নাফীস
ইঙ্গিতটা আগেই ছিল। শুক্রবার ছুটির দিনে বিকেলে আনুষ্ঠানিক ঘোষণাটা এসেছে গণমাধ্যমে। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানাল, আব্দুর রাজ্জাক রাজ ও শাহরিয়ার নাফীস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন।
১৩ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীস আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন। শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিদায় বলবেন তারা।
বিজ্ঞাপন
অবসরের পর দু'জনই যোগ দেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। রাজ্জাক হতে যাচ্ছেন জাতীয় দলের তৃতীয় নির্বাচক। দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে কাজ করবেন তিনি।
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট রাজ্জাকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে আছে। সেই সিরিজেও তিনি দলে ফিরেছিলেন ৪ বছর পর। আন্তর্জাতিক ক্রিকেটের চাকা থামকে গেলেও ঘরোয়া ক্রিকেটে রাজ্জাকই দাপট দেখিয়েছেন। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচের সঙ্গে ২৮০টি লিস্ট এ ও ৯০টি টি-টোয়েন্টি খেলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৬৩৪টি। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে শীর্ষে বসিয়েছে ৩৮ বছর বয়সী এই স্পিনারকে।
বিজ্ঞাপন
তবে নাফীস কোন পদে আসছেন সেটি এখনো নিশ্চিত করেনি বিসিবি। কিন্তু ক্রিকেট অপরাশেন্স বিভাগেই তার যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ২০১৩ সালে সবশেষবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে তাকে। সব মিলিয়ে ২৪ টেস্ট, ৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী নাফীস।
এটি/এমএইচ