ফাইল ছবি

নারীর সঙ্গে অশোভন মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন টোকিও অলিম্পিক প্রধান ইয়োশিরো মোরি। গুঞ্জন শোনা যাচ্ছিলো পদত্যাগ করবেন তিনি। শেষ পর্যন্ত হয়েছে সেটিই। টোকিও অলিম্পিক প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোরি। 

শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ৮৩ বছর বয়সী মোরি। গত সপ্তাহে নারীদের সম্পর্কে ‘অসঙ্গত’ মন্তব্য করে সমালোচিত হন মোরি। নারীরা অত্যধিক কথা বলেন এবং বোর্ড সভায় ‘অনেক সময় নেন’ মন্তব্য করেন তিনি। পরে প্রতিবাদীদের তোপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন। কিন্তু জানিয়েছিলেন, কিছুতেই পদত্যাগ করবেন না তিনি। তবে তার পদত্যাগের জন্য ক্রামাগত চাপ বাড়ছিল।

গত মলঙ্গলবার বোর্ডের একদল নারী সদস্য তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সাদা পোশাক পরেন। অনেক পুরুষ সদস্যও সেই প্রতিবাদে অংশ নিয়েছেন। জাপানের একাধিক গণমাধ্যমের দাবি, টোকিও অলিম্পিকের জন্য নিবন্ধন করা প্রায় ৪০০ স্বচ্ছাসেবী তাদের আবেদন প্রত্যাহার করে নেন। এরপর অলিম্পিকের স্পন্সরদের তরফ থেকেও চাপ আসতে থাকে মোরির উপর।

শেষ পর্যন্ত শুক্রবার পদত্যাগ করেছেন তিনি। পদত্যাগ করার সময় ক্ষমা চেয়ে মোরি বলেন, ‘আমার অনুপযুক্ত মন্তব্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। আমি দুঃখিত।’

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া অলিম্পিক শুরুর মাত্র পাঁচ মাস আগে পদত্যাগ করলেন ২০০০ থেকে ২০০১ পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী থাকা মোরি।

এমএইচ