ছবি : সংগৃহীত

আগের ম্যাচে রিয়াল সোসিয়াদের বিপক্ষে জয়ের পর নিজেদের পুরানো ছন্দে ফেরার আভাস দিলেও চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার দুর্দশা যেন কাটছেই না। 

শনিবার রাতে আবারও হোঁচট খেয়েছে তারা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে তারা। এই ম্যাচ ড্র করার কারণ হিসেবে নিজেদের মনোযোগের ঘাটতির দায় দেখছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। 

তিনি বলেন, ‘এটা ছিল কঠিন একটা ম্যাচ। আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু এরপর আমাদের আরও মনোযোগী হওয়া দরকার ছিল। কিছু সুযোগ পেয়েছিলাম আমরা, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় আমরা লক্ষ্যচ্যূত হয়ে পড়েছিলাম। বিরতির পর আমরা জয় নিশ্চিত করে ফেলতে পারতাম, কিন্তু খুব বেশি সুযোগ আমরা তৈরি করতে পারিনি।’

লা লিগায় ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে বার্সেলোনা। অনেকেই আর তাদের এবার শিরোপা জেতার সম্ভাবনা দেখছেন না। তবে বার্সা কোচ এখনই আশা ছাড়তে রাজি নন। সঙ্গে তরুণ খেলোয়াড়দের আরও পরিণত হতে হবে বলে মনে করেন কোম্যান। 

তিনি বলেন, ‘খেলোয়াড়দের বয়সেরও একটা প্রভাব থাকে। তরুণ খেলোয়াড়দের আরও পরিণত হতে হবে। শিরোপা জয়ের আশা এখনও ছেড়ে দেইনি আমরা। এখনও অনেক পয়েন্টের খেলা বাকি। মৌসুমটা খুব কঠিন, দুই মাসেই সবকিছু বদলে যেতে পারে।’

এমএইচ