ছবি : ইএসপিএন ক্রিকইনফো

নানা অনিশ্চয়তা পেরিয়ে মাঠে গড়িয়েছে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। প্রথম দুই ম্যাচেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ৯ উইকেটের বড় জয় পেয়েছে তারা। 

রোববার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শাদাব খান। মাত্র ১৬ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ওপেনার হায়দার আলী ফেরেন ৮ বল থেকে ৪ রান করে। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ২০ বলে করেন ২২ রান। 

পাকিস্তানের ইনিংস টেনে নিয়ে যান ৪০ বছর বয়সী মোহাম্মদ হাফিজ। ইনিংসের একেবারে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি পাননি হাফিজ। ১০ চার ও ৫ ছক্কায় ৫৭ বলে ৯৯ রান করেন তিনি। 

হাফিজের বিদায়ের পর পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে তারা। নিউজিল্যান্ডের পক্ষে ২১ রান দিয়ে ৪ উইকেট পান টিম সাউদি। 

জবাব দিতে নেমে এক উইকেট হারিয়েই পাকিস্তানের দেয়া লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান আসে টিম সেইফার্ডের ব্যাট থেকে। ৮ চার ও ৩ ছক্কায় ৬৩ বলে এই রান করেন তিনি। এছাড়া ৪২ বলে ৫৭ রান করেন অধিনায়ক কেইন উইলিয়ামসন।

এমএইচ