ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিবা-রাত্রির টেস্টে বিধ্বস্ত হয়েছে ভারত। ১৯৭৪ সালের এক লজ্জার রেকর্ড এই ম্যাচে নতুন করে লিখেছেন বিরাট কোহলিরা। 

৪৬ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। সেটিই এতদিন ছিল টেস্টে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ওই টেস্টের দলে ছিলেন সুনীল গাভাস্কার।  

অ্যাডিলেডে কোহলিরা গুটিয়ে গেছেন মাত্র ৩৬ রানে। তাদের এই দুঃখটা ‍গাভাস্কারের ভালোভাবেই বুঝতে পারার কথা। এই ব্যাটিং কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যানদের প্রচেষ্টায় কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন না। 

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বোলিংকে কৃতিত্ব দিতে হবে, তারা ছিল দুর্দান্ত। ভারতীয়দের ব্যাটসম্যানদের প্রচেষ্টায় কোনো ঘাটতি দেখিনি আমি।’

নিজের সেই দুঃখের স্মৃতি মনে করে গাভাস্কার বলেন, ‘১৯৭৪ সালে এমনই হয়েছিল। লর্ডসে ওভারকাস্ট কন্ডিশনে বল এদিক-সেদিক সুইং করছিল। আমাদের কেউই বাজে শট খেলেনি। আমরা সবাই এলবিডাব্লিউ ও কট বিহাইন্ড হয়েছিলাম। এই কোয়ালিটির বোলিং ও এমন লাইন-লেংথের বলের মুখোমুখি হলে, রান নেওয়া খুবই কঠিন। আজ ভারতের সেটাই হয়েছে।’

এমএইচ