ক্রীড়াজগতের ৪৬
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক নীরব সাক্ষী ক্রীড়াজগত। অনেক দুর্লভ রেকর্ড, ছবির জন্য এখনো ভরসা জাতীয় ক্রীড়া পরিষদের এই পাক্ষিক ম্যাগাজিন। আজ সেই ক্রীড়াজগত ৪৬-এ পদার্পণ করেছে ৷
এই ক্রীড়াজগতের মাধ্যমে অসংখ্য ক্রীড়া লেখক-সাংবাদিক তৈরি হয়েছে। অনেক ক্রীড়াবিদ-সংগঠকও তাদের স্মৃতিকথা লিখেছেন এই ক্রীড়াজগতে। সব মিলিয়ে ক্রীড়াজগত বাংলাদেশের ক্রীড়ার অবিচ্ছেদ্য এক অংশ।
বিজ্ঞাপন
আজ ৪৫ পেরিয়ে ৪৬ এ পা দিয়েছে দেশের জাতীয় ক্রীড়া পাক্ষিক। এই বিশেষ দিনে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচতলায় ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদের কক্ষে কেক কাটা হয়েছে। পাঠকরাও আজকের দিনে ক্রীড়াজগতের সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছে। ক্রীড়াজগতের এই ৪৫ বছরের মধ্যে দুলাল মাহমুদ সম্পাদক হিসেবে আছেন ২৫ বছর।
পাক্ষিক জাতীয় ক্রীড়া ভিত্তিক ম্যাগাজিন ক্রীড়াজগত। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এই ম্যাগাজিন প্রকাশিত হয়। জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা। সরকারের কোনো সংস্থা থেকে এত লম্বা সময় ধরে জাতীয় কোনো প্রকাশনার রেকর্ড নেই। ক্রীড়াজগত এক্ষেত্রে অগ্রগণ্য।
বিজ্ঞাপন
এজেড